Most Recent

Seo Services
MSI B450 Gaming Plus Max Motherboard
আপনিকি মাদারবোর্ড কিনতে চাচ্ছেন? তাও থার্ড জেনারেশন রায়জেন প্রসেসরের জন্য? তাহলে পোস্টটি আপনার জন্যই। MSI B450 Gaming Plus Max তেমনি একটি থার্ড জেনারেশন রায়জেন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড। 

আপনার বাজেট যদি ১০ হাজার হয়ে থাকে তাহলে নিঃস্বন্ধেহে এই মাদারবোর্ডটি নিতে পারেন। তবে এটিই সেরা মাদারবোর্ড এমন না। তবে বিভিন্ন দিক বিবেচনা করলে মাদারবোর্ডটি এই বাজেটে যথেষ্ট ভালো বলাই যায়। তাহলে চলুন, MSI B450 Gaming Plus Max সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য জেনে নিই।

MSI B450 GAMING PLUS MAX Motherboard

MSI B450 GAMING PLUS MAX

এই মাদারবোর্ডটি এএমডি ফাস্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন রায়জেন প্রসেসর সাপোর্ট করবে। অর্থাৎ, AM4 সকেট সাপোর্টেড।


মাদারবোর্ডটিতে AMD B450 চিপসেট ব্যবহার করা হয়েছে।

র‍্যাম সাপোর্ট করবে ডুয়েল চ্যানেল DDR4 এর 4133 MHz পর্যন্ত (OC).

মাদারবোর্ডটিতে রয়েছে কোর বুস্ট টেকনোলজি, ডিডিআর ফোর মেমরি বুস্ট টেকনোলজি যা গেমিং এর জন্য খুবই উপকারী এবং খুব ফাস্ট পারফরমেন্স দিতে সক্ষম।

মাদারবোর্ডটিতে ৪টি DDR4 RAM SLOTS রয়েছে যারফলে আপনি সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন। যারফলে গেমিং হবে ক্ষেত্রে স্মুথ এবং ফাস্ট।

Turbo M.2 টেকনোলজি, AMD Turbo USB 3.2 GEN2 এবং StoreMI টেকনোলজি রয়েছে MSI B450 Gaming Plus Max মাদারবোর্ডটিতে। NVME Supported, upto 32 Gb/s Using PCI-Express Gen3⨯4. এই মাদারবোর্ডটিতে ১টি মাত্র M.2 সাপোর্ট করবে এবং রয়েছে  ৬টি 6Gb/s Sata Port.

মাদারবোর্ডটিতে গ্রাফিক্সের জন্য 1⨯PCI-E 3.0⨯16 Slot + 1⨯PCI-E 2.0 Slot Support 2-Way CrossFire সুবিধা রয়েছে।

এই MSI B450 Gaming Plus Max মাদারবোর্ডে ডিসপ্লে আউটপুট পোর্ট হিসেবে থাকছে DVI-D Port এবং HDMI Port.

মাদারবোর্ডটিতে ২টি USB 3.2 Gen2 Type A+C Port রয়েছে, ২টি USB 3.2 Gen1 Port রয়েছে এবং ৬টি USB 2.0 Port রয়েছে।

রয়েছে Realtek ALC892 Codec High Definition Audio 7.1 (8-Channel) এবং ল্যানপোর্ট হিসেবে থাকছে Realtek 81111H Gigabit LAN Controller.

এই MSI B450 Gaming Plus Max মাদারবোর্ডটিতে যথেষ্ট ভালো VRM কুলিং রয়েছে যার কারণে এই মাদারবোর্ডটি এই বাজেটে সেরা একটি মাদারবোর্ড বলা চলে। যদি আপনি MSI এর মাদারবোর্ড নিতে চান তাহলে অবশ্যই এই দামের ভিতর এটি বেস্ট মাদারবোর্ড বলা চলে।


কিছু সুবিধা:

MSI এর এই B450 Gaming Plus Max মাদারবোর্ডটি যথেষ্ট ভালো এবং মিড বাজেটে যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে সক্ষম। মাদারবোর্ডটিতে VR সুবিধা সহ 3.2 USB Type A+C, 3.1 USB সুবিধা এবং যথেষ্ট ভালো অডিও কোয়ালিটি দিতে সক্ষম। তাছাড়াও গেমিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে সক্ষম এই মাদারবোর্ড।

কিছু অসুবিধা:

এই মাদারবোর্ডটির বুট টাইম যথেষ্ট ধীরগতির। আপনি যদি একজন Gigabyte বা Asus ইউজার হয়ে থাকেন তাহলে এই স্লো বুটটাইম খুব সহজেই বুঝে ফেলতে পারবেন। যেমন: সাধারণ মানের একটি হার্ডডিস্কে পিসি অন হতে প্রায় ২৫ থেকে ৩২ সেকেন্ড পর্যন্ত লাগতে পারে (র‍্যাম এবং প্রসেসরের উপর নির্ভর করে)। যদি আপনি মোটামুটি ভালোমানের SSD ব্যবহার করেন তাহলে বুটটাইম কিছুটা কমে ১৭ থেকে ২২ সেকেন্ড লাগবে। তবে যদি আপনি NVME M.2 ব্যবহার করে থাকেন তাহলে বুটটাইম বেশ অনেকটাই কমানো সম্ভব হবে। তখন বুটটাইম দাঁড়াবে মাত্র ৩ থেকে ৭ সেকেন্ডের ভিতর।

এখানে খুব সংক্ষেপে মাদারবোর্ডের সম্বন্ধে বিস্তারিত বললাম। আরো কিছু জানার থাকলে MSI এর অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন। ১০ হাজার বাজেটের ভিতর থার্ড জেনারেশন রায়জেন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড নিতে চাইলে এই MSI B450 Gaming Plus Max মাদারবোর্ডটি নিঃসন্ধেহে আপনার লিস্টের তালিকায় রাখতে পারেন।

Shahrear Ahmed Sunday 29 September 2019
Seo Services